।। টেক ডেস্ক ।।
ইউটিউবে প্রধান ভিডিও ফিডের পাশাপাশি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আলাদা ফিডে লাল, সবুজ ও নীল রঙের ফিড তৈরির সুবিধা নিয়ে এসেছে ইউটিউব। তৈরিকৃত বিকল্প এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা থাম্বনেইলের উপর ভিত্তি করে প্রধান ভিডিও ফিডের সঙ্গে আলাদা আলাদা রঙের থাম্বনেইলসহ ভিডিও দেখার সুযোগ পাবেন ইউটিউবে। এক্ষেত্রে ভিডিওর থাম্বনেইলে যে রঙের প্রাধান্য বেশি থাকবে সেসকল রঙের ভিডিও একই জায়গায় দেখতে পারবেন ব্যবহারকারী। তবে এর জন্য অপরিবর্তত থাকবে থাম্বনেইলের রঙ।
চলুন জেনে নেয়া যাক ইউটিউবে বিভিন্ন রঙের ফিড তৈরির উপায়গুলিঃ-
★ প্রথমে স্মার্টফোনের ইউটিউব অ্যাপে প্রবেশ করতে হবে
★ তারপর প্রবেশকৃত অ্যাপে নিচের দিকে স্ক্রল করলে ‘ক্রেভিং সামথিং নিউ’ নামে একটি বক্স লক্ষ্য করা যাবে
★ তারপর স্ক্রিনে থাকা বক্সের মধ্যে লাল, নীল ও সবুজ রঙের তিনটি বৃত্ত দেখা যাবে এবং সেখান থেকে পছন্দ অনুযায়ী বৃত্ত নির্বাচন করতে হবে
★ এবার নিচের দিকে ‘লেটস গো’ অপশনে ক্লিক করা মাত্রই পছন্দ করা বৃত্তের রঙ মোতাবেক ফিড তৈরি হয়ে যাবে
★ চাইলে একই পদ্ধতি অবলম্বন করে অন্য দুটি বৃত্তের আলাদা ফিডও তৈরি করতে পারবেন
★ যেকোনো মুহূর্তে ইউটিউব অ্যাপের মেনুবার থেকে ডান পাশে স্ক্রলের মাধ্যমে তৈরিকৃত বিভিন্ন রঙের ফিডগুলো থেকে ক্লিক করে নিজের পছন্দসই ভিডিও দেখতে পারবেন